কে এই পিঙ্কি লালওয়ানি, যাঁর সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বিজয় মালিয়া
বিজয় মালিয়ার সঙ্গে প্রায়শই যেমন দেখা যায় পিঙ্কি লালওয়ানিকে, তেমনি লিকার ব্যারন-এর মায়ের সঙ্গেও দেখা যায় তাঁর 'লেডি লাভ'-কে
শোনা যাচ্ছে, পিঙ্কি লালওয়ানির সঙ্গেই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজয় মালিয়া
লন্ডন থেকে কয়েক কিলোমিটার দূরে হার্ডফোর্ডশায়ারে প্রাসাদে পিঙ্কির সঙ্গে বহাল তবিয়তে রয়েছেন বিজয় মালিয়া
১৯৮৬ সালে এয়ার ইন্ডিয়া-র বিমান সেবিকা সামিরা তেজবিকে বিয়ে করেন বিজয় মালিয়া, সেই বিয়ে এক বছরের মধ্যেই ভেঙে যায়। এরপর ১৯৯৩ সালে ছোটবেলার বন্ধু রেখা মালিয়াকে বিয়ে করেন লিকার ব্যারন। কিন্তু, সেই বিয়েও শেষ পর্যন্ত টেকেনি। অবশেষে 'কিংফিশার'-এ যোগ দেওয়া পিঙ্কি লালওয়ানির সঙ্গে লিভ ইন শুরু করে বিজয় মালিয়া। বর্তমানে সিদ্ধার্থ, লিয়ানা এবং তানিয়া নামে ৩ সন্তান রয়েছে বিজয় মালিয়ার
বিজয় মালিয়াকে যখন লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়, তখনও তাঁর সঙ্গে দেখা যায় পিঙ্কি লালওয়ানিকে
'কিংফিশার'-এ যোগ দেওয়ার পর থেকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যেত বিজয় মালিয়া এবং পিঙ্কি লালওয়ানিকে
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় নাম জড়ানোর পর ভারত ছাড়েন বিজয় মালিয়া। তখন মালিয়ার সঙ্গেই দেশ ছাড়েন পিঙ্কি। সম্প্রতি ৩ বছর একসঙ্গে কাটানোর পর রীতিমত বন্ধুদের ডেকে তা সেলিব্রেট করেন বিজয় মালিয়া
বিজয় মালিয়ার 'কিংফিশার'-এ বিমান সেবিকা হয়ে যোগ দেন পিঙ্কি লালওয়ানি, সেখান থেকেই মালিয়ার সঙ্গে 'ঘনিষ্ঠতা' এবং পরে তাঁর সঙ্গে 'লিভ ইন' সম্পর্ক শুরু করেন পিঙ্কি, ছবি টুইটার থেকে নেওয়া