WHO on HMPV: HMPV কি প্রাণঘাতী? অচিরেই বিশ্ব জুড়ে শুরু হবে মৃত্যুমিছিল? জেনে নিন, WHO কী বলল...

Soumitra Sen Thu, 09 Jan 2025-6:31 pm,

হিউম্যান মেটানিউমোভাইরাসের (HMPV) সংক্রমণ নিয়ে আতঙ্কের সৃষ্টি হলেও হু বলছে, এখনই আতঙ্কের কিছু নেই!

'হু' বলেছে, (WHO on Human Metapneumovirus) এখনই এইচএমপিভি-র 'আনইউজুয়াল আউটব্রেক' হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

'হু' বলেছে, চিনে এই ভাইরাসের সংক্রমণ (hmpv in China) ও তার ছড়িয়ে পড়াটা ঠিক কোন পর্যায়ে সেটাও তারা চিনের সঙ্গে যোগাযোগ করে জেনেছে। 

জানা গিয়েছে, সেটাও নিয়ন্ত্রণের বাইরে নয়। সেখানে এখনই জরুরি অবস্থা জারির (no emergency) মতো পরিস্থিতি হয়নি।

হু-র মুখপাত্র জানিয়েছেন, চিনে ফুসফুস সংক্রান্ত সংক্রমণ বাড়লেও তা এখনও পর্যন্ত স্বাভাবিক সীমার মধ্যেই। গত বছরের  তুলনায় এ বছর এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা কম।

তবে, একটু সাবধান হওয়া জরুরি। না হলে এই ভাইরাসও মারাত্মক আকার ধারণ করতে পারে। সংক্রমিত ব্যক্তি যদি শিশু বা প্রবীণ ব্যক্তি হন বা এমন কারও যাঁদের রোগপ্রতিরোধক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে HMPV-র সংক্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এইচএমপিভিতে মৃত্যুর আশঙ্কা প্রায় নেই বললেই চলে।

(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link