Google Doodle: বিজ্ঞানী, চিকিত্সক, মানবসেবক Rudolf Weigl-কে স্মরণ
আজ, ২ সেপ্টেম্বর গুগল ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল পোলিশ বায়োলজিস্ট Rudolf Stefan Jan Weigl-কে। তিনি শুধু জীববিদ্যাবিশেষজ্ঞই নন, তিনি একজন চিকিত্সকও।
আজ তাঁকে শ্রদ্ধা জানানো হল তার কারণ, তিনি ১৮৮৩ সালের আজকের দিনে জন্মেছিলেন। Weigl ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেননা, তিনি টাইফাস জ্বরজনিত মহামারী রুখতে যে টিকা তৈরি করা হয়েছিল তার পিছনে তাঁর কর্মোদ্যোগ ছিল দৃষ্টান্তমূলক।
এটা ঠিক যে, টাইফাস আজকের করোনা ভাইরাসের মতো এত সাঙ্ঘাতিক ছিল না। কিন্তু সেই সময়ে, বিশশতকের গোড়ায় এই রোগেই বহু মানুষের মৃত্যু ঘটেছিল।
Weigl স্বপ্ন দেখতে পছন্দ করতেন। তিনি মনে করতেন, যদি এখনই চেষ্টা শুরু করে দেওয়া যায় তবে আগামি দিনে এর সুফল পরবর্তী প্রজন্মের মানুষ পাব। সেই স্বপ্নেই তিনি টাইফাস নিয়ে গবেষণণার জন্য একটি প্রতিষ্ঠান খুললেন।
Weigl শুধু বিজ্ঞানী বা চিকিত্সকই ছিলেন না, তিনি মানবতাবাদীও ছিলেন। নিজের জীবন বিপন্ন করে তিনি মহামারীর সময়ে মানুষের সেবা করেছিলেন।