East Bengal`s Next Coach: মশাল কি এবার তাঁর হাতে? এগিয়ে ১১ ট্রফির সেই চেনা কারিগরই! অলস বিকেলে আগুনে আপডেট

Sun, 06 Oct 2024-4:23 pm,

২৫ এপ্রিল ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪! ইস্টবেঙ্গলের সঙ্গে কার্লেস কুয়াদ্রাতের মধুচন্দ্রিমা শেষ হয়ে গেলে এক বছরের কিছু বেশি সময়ের পরেই। বেঙ্গালুরু প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন করা কোচকে দায়িত্ব দিয়ে লাল-হলুদ ভেবেছিল যে, ভাগ্য়ের বসে যাওয়া চাকা এবার ঘুরে যাবে। কিন্তু না! লাল-হলুদ জনতার চোখের মণি হয়ে গিয়েছিলেন ৫৫ বছরের বার্সেলোনার বাসিন্দা। তবে বিদায়লগ্নে তিক্ততাই হল তাঁর সঙ্গী। চলতি আইএসএলে হারের হ্য়াটট্রিক করে  'গো ব্যাক' স্লোগান শুনেই বিদায় নিতে হয়েছে ক্লেটন সিলভাদের 'প্রফেসর'কে! আপাতত দায়িত্বে বিনো জর্জ! তবে কুয়াদ্রাতের জুতোয় পা গলাবেন কে? বাতাসে প্রবল ভাবে ভাসছে ২ নাম। তবে এগিয়ে নাকি একজনই! 

আই-লিগের ক্লাব ইন্টার কাশীর কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এটিকে-র যখন দায়িত্বে ছিলেন, তখন তাদের জিতিয়েছেন দু'বার আইএসএল। মোহনবাগান সুপার জায়েন্টকে গত মরসুমে দিয়েছেন লিগ-শিল্ড। তাঁর নামও শোনা যাচ্ছিল লাল-হলুদের পরবর্তী কোচ হিসেবে। তবে হাবাস নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। দৌড়ে ছিলেন হুয়ান ফেরান্দোও। যিনি মোহনবাগানকে আইএসএল ও ডুরান্ড কাপ জিতিয়েছেন। আপাতত ফেরান্দো রয়েছেন গ্রিক ক্লাব পানসেরাইকোস ফুটবল ক্লাবের দায়িত্বে। পঞ্জাব এফসি-র প্রাক্তন কোচ স্টাইকোস ভারগেটিসের নামও শোনা যাচ্ছিল। এমনকী কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন কোচ ইভান ভুকোমানোভিচও কোচ হতে পারেন বলে জানা যাচ্ছিল! তবে সেসব এখন অতীত।

বেঙ্গালুরু এফসি-র টেকনিক্যাল ম্যানেজার আলবার্ট রোকাকে নেওয়ার জন্য় নাকি ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছে বলে ময়দানে শোনা যাচ্ছিল। তবে এখন জানা যাচ্ছে যে, রোকা নয় লাল-হলুদের পাখির চোখ স্পেনের অস্কার ব্রুজোঁর উপর। ৪৭ বছরের বাসিন্দাই বসতে চলেছেন হটসিটে! এমনটাই গুঞ্জন। চলতি সপ্তাহে নতুন কোচের ব্য়াপারে সিদ্ধান্ত নিয়ে ফেলবে ইস্টবেঙ্গল!

 

বাংলাদেশ প্রিমিয়র ফুটবল লিগে বসুন্ধরা কিংস টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে অস্কারের কোচিংয়ে। ২০১৮ থেকে ২০৪ পর্যন্ত ছ'বছর তিনি কিংসের দায়িত্বে দুরন্ত সফল।  ১১টি শিরোপা জিতিয়েছেন ক্লাবকে। তবে দুই পক্ষের সমঝোতায় গত জুলাইয়ের অস্কারের সঙ্গে কিংসের সফল যাত্রা শেষ হয়েছে।  গত মরসুমে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের প্লে–অফে খেলার সুযোগ পাওয়া এবং ঘরোয়া ফুটবলে ট্রেবল জেতাই ছিল অস্কারের সেরা সাফল্য।

অস্কার শুধু বাংলাদেশেই সফল নন। ২০১৩-১৪ মরসুমে স্পোর্টিং ক্লাব গোয়াকে জেতান গোয়া প্রফেশনল লিগ। ২০১৭-২০১৮ সালে মলদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টে ছিলেন তিনি। সেখানে দিভেই প্রিমিয়র লিগ, মলদ্বীপ এফএ কাপ, প্রেসিডেন্ট'স কাপ ও মালদিভিয়ান এফএ চ্য়ারিটি শিল্ড জিতিয়েছেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link