তাঁর যোগ্য উত্তরসূরি কে? জানিয়ে দিলেন `ফুটবল সম্রাট` পেলে
ফ্রান্সের এক টিভি চ্যানেলে সাক্ষাত্কার দিতে বসেছিলেন ফুটবল সম্রাট পেলে। সেখানে বিশ্ব ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলছিলেন তিনি। হঠাত্ই সঞ্চালক তাঁর কাছে জানতে চান, কাকে নিজের যোগ্য উত্তরসূরি হিসাবে দেখছেন?
জবাবে পেলে কিলিয়ান এমবাপের নাম করেন। বলেন, ''আমার মনে হয় ও পরবর্তী পেলে হতে পারে।''
দুই দিন আগেই কুড়িতম জন্মদিন কেটেছে ফ্রান্সের তারকা এমবাপের। পেলের থেকে পাওয়া এমন একটা উক্তি তাই এমবাপের কাছে হয়তো জন্মদিনের সেরা উপহার হয়ে থাকবে।
মেসি, রোনাল্ডো, নেমারের মতো তারকাদের কখনও প্রশংসা করেছেন, কখনও আবার সমালোচনাও করেছেন। কিন্তু এমবাপের ক্ষেত্রে তাঁর মুখে শুধুই প্রশংসা। পেলে বলেছেন, স্কিল ও টেকনিক ওর ভাল। সঙ্গে গতিও রয়েছে।
এর আগে বিশ্বকাপ ফাইনালে পেলের রেকর্ড ছুঁয়েছিলেন এমবাপে। পেলে সেই সময় বলেছিলেন, ''এমবাপে এভাবে আমার সব রেকর্ড ভেঙে দিলে কিন্তু আমাকে বুটজোড়ার ধুলো ঝেড়ে আবার মাঠে নামতে হবে।''
পেলে ফ্রান্সের সেই চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, অনেকে ভাববে আমি হয়তো মজা করে এমবাপেকে পরবর্তী পেলে বলছি। কিন্তু আমি একেবারেই মজা করছি না। ওর মধ্যে দক্ষতা রয়েছে। আমি বিশ্বকাপ জিতেছিলাম ১৭ বছর বয়সে। ও ১৯ বছর বয়সে জিতেছে। আমার একের পর এক কীর্তি ও ছুঁয়ে ফেলতে পারে।