WB By-Poll: ভবানীপুরে Mamata-র বিরুদ্ধে প্রার্থী কে? ৬ নাম ঘিরে BJP-তে জোর জল্পনা
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কে? সূত্রের খবর, বেশ কয়েক দফা বৈঠকে বিজেপির অন্দরে ছটি নাম নিয়ে আলোচনা চলছে। দু'দফায় দিল্লিতে শিবপ্রকাশের কাছে সেই নামগুলো পাঠানো হয়েছে। সেখান থেকেই কোনও একজনকে প্রার্থী হিসাবে বেছে নেবে শীর্ষ নেতৃত্ব।
একুশের ভোটেও ভবানীপুরে বিজেপির (BJP) প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। পরাজিত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে।
বিজেপি সূত্রের খবর, একুশের বিধানসভা ভোটেও প্রার্থী হতে চেয়েছিলেন তথাগত রায় (Tathagata Roy)। তবে তাঁকে টিকিট দেওয়া হয়নি। এবারও তথাগত রায়ের নামে দিলীপ ঘোষের (Dilip GHosh) আপত্তি ছিল। এমনকী নানান বিতর্কিত কার্যকলাপের কারণে তাঁর নামে সিলমোহর দিতে চায় না দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নাম দিল্লি পর্যন্ত গিয়েছে।
উচ্চশিক্ষিত অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly) একুশের বিধানসভা ভোটে ছিলেন বোলপুরের বিজেপি (BJP) প্রার্থী। তবে নির্বাচনে হেরেছেন। এবার তাঁকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দাঁড় করাতে চায় দল।
দুঁদে আইনজীবী। একুশের বিধানসভা ভোটে এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। হারলেও, লড়াই করেছেন। এমনকী সংবাদমাধ্যমেও বিজেপির পরিচিত মুখ।
ভোটের ফল প্রকাশের পর বেলেঘাটায় খুন হওয়া বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা হলেন বিশ্বজিৎ সরকার। তবে বিশ্বজিৎ সরকারকে প্রার্থী করা হলে পরবর্তী নির্বাচনগুলোতেও শহিদ পরিবার থেকে প্রার্থী করার দাবি উঠতে পারে বলে মনে করছে দলেরই একাংশ।
দীর্ঘদিনের বিজেপি কর্মী। দলের বহু বড় পদে কাজ করেছেন। বর্তমানে রাজ্য বিজেপির সহ-সভাপতি।