কেন ৭টা বেজে ২৯ মিনিটেই অবসর নিলেন ধোনি? নতুন জল্পনা শুরু
স্বাধীনতা দিবসের দিনই অবসর ঘোষণা। হয়তো ধোনি চেয়েছিলেন, তাঁর অবসর ঘোষণার দিন স্মরনীয় হয়ে থাকুক! কিন্তু অবসর ঘোষণার ক্ষণও কি স্মরনীয় করে রাখতে চেয়েছিলেন ধোনি!
ধোনি ইনস্টাগ্রাম স্টোরি-তে লিখেছিলেন, ''সাতটা বেজে ২৯ মিনিট থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসাবে বিবেচনা করবেন।'' কেন ৭টা বেজে ২৯ মিনিটেই অবসর ঘোষণা করলেন ধোনি! তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কেউ বলছেন, গত বছর ৭টা বেজে ২৯ মিনিটেই বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল ভারতীয় দল। আর ওই ম্যাচের পর আর জাতীয় দলের জার্সি গায়ে ধোনি খেলেননি। তাই ওই সময়টাকে স্মরনীয় করে রাখতেই ধোনির এমন সিদ্ধান্ত।
কেউ আবার বলছেন, ১৯২৯ এঞ্জেল নাম্বার। কোনো কাজ শুরু অথবা বৃত্ত সম্পন্ন হওয়া বোঝায় এই নাম্বারের মাধ্যমে। তাই ধোনি ১৯২৯ নাম্বার বেছে নিয়েছেন।
অনেকে আবার বলছেন, ১৯২৯ সালের গ্রেট ডিপ্রেসন-এর যোগ রয়েছে। তবে ধোনির ম্যানেজার মিহির দিবাকর জানিয়েছেন, ধোনির ট-২০ বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার জন্য বিশ্বকাপ পিছিয়ে গিয়েছে। তাই ধোনি স্বাধীনতা দিবসের দিনই অবসর ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন।