সার্জিক্যাল স্ট্রাইক ২: পাকিস্তানকে শিক্ষা দিতে কেন মিরাজ ২০০০ ব্যবহার জেনে নিন

Tue, 26 Feb 2019-1:08 pm,

কারগিল যুদ্ধ জিততে যে ফাইটারজেট ব্যবহার করা হয়েছিল, সেই মিরাজ-২০০০ এর উপর আবার ভরসা করল ভারতীয় বায়ুসেনা।

ভারতীয় বায়ুসেনার কাছে সুখোই, মিগ, তেজসের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান থাকতেও ফ্রান্সের দাঁসো সংস্থার এই ফাইটার জেটের উপর কেন ভরসা রাখা হল?

১৯৮৫ সালে ভারতীয় বায়ুসেনায় যুক্ত এই যুদ্ধবিমান। এখনও পর্যন্ত একেই সবচেয়ে ভয়ঙ্কর বলে মান্যতা দেওয়া হয় বায়ুসেনার তরফে।

এই যুদ্ধবিমানকে ভারতীয় বায়ুসেনার তরফে নাম দেওয়া হয়েছিল বজ্র।

প্রথমে ৪০টি মিরাজ কিনেছিল ভারত। পরে কেনা হয় আরও ১০টি। ২০১১ সালে এই যুদ্ধবিমানকে আরও অত্যাধুনিক করতে চুক্তিও হয় দাঁসোর সঙ্গে।

মিরাজ সাধারণত এক পাইলটের হয়। কিন্তু প্রয়োজনে এটাকে দুজনকে নিয়ে উড়তে পারে। এর গতিবেগ ঘণ্টায় ২৩৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টা।

এর ওজন অন্য যুদ্ধবিমানের থেকে অনেকটা বেশি। তাই মিরাজের সাহায্যে দ্রুত অভিযান করা যায়।

এই যুদ্ধবিমান লেজার গাইডেড বোমা ফেলতে সক্ষম। সেই কারণেই সবাইকে পিছনে ফেলে এবারও বায়ুসেনার ভরসা হয়ে উঠল মিরাজ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link