কেন শাহরুখ খানের বিরুদ্ধে তদন্ত করছেন না? সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট

Thu, 05 Sep 2019-9:00 pm,

নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআইপিএম) মামলায় শাহরুখ খানের বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত করবে না? বৃহস্পতিবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 

শাহরুখের বিরুদ্ধে কি সিবিআই তদন্ত করতে চায়, তা ২ সপ্তাহের হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। শাহরুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে রাজ্যের মতও জানতে চেয়েছে আদালত। একইসঙ্গে শাহরুখ খানকেও দুসপ্তাহের মধ্যে তাঁর বক্তব্য পেশ করতে হবে।    

২০১৬ সালের জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নির্দেশিকা দিয়ে জানায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টকে অনুমোদন দেওয়া হয়নি। ইউজিসি-র ওয়েবসাইটে দেওয়া হয়, স্নাতক বা স্নাতকোত্তর স্তরের কোনও কোর্সেরই পঠনপাঠনের অনুমোদন নেই অরিন্দম চৌধুরীর শিক্ষাপ্রতিষ্ঠান আইআইপিএমের।    

বেআইনি শিক্ষা প্রতিষ্ঠান আইআইপিএমের বিপণনী দূত বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ খান।    

২০১৫ সালের অক্টোবরে বিধাননগর লেদার কমপ্লেক্স থানায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রাক্তন সেনাকর্মী প্রেমানন্দ মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, ছেলে অভিষেক মুখোপাধ্যায়কে পুরুলিয়ার সৈনিক স্কুল থেকে ছাড়িয়ে আইআইপিএমে ভর্তি করান। ২৫ লক্ষ টাকাও দিয়েছিলেন। 

খবরের কাগজে বিজ্ঞাপন দেখে ছেলেকে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমানন্দ মুখোপাধ্যায়। দিল্লি হাইকোর্টের নির্দেশের পরও সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি বলে দাবি তাঁর। সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছেন প্রাক্তন সেনা কর্মী।

ওই মামলার শুনানিতে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর কী ভূমিকা ছিল, তা হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে বলিউড অভিনেতাকে। বলে রাখি, রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিং খান। কলকাতা নাইট রাইডার্সের তিনি অন্যতম মালিকও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link