World Sparrow Day 2023: ছোট্ট এই পাখিটির ব্যাপারে এই কথাগুলি জেনে আপনি চমকে উঠবেনই...
ওয়ার্ল্ড স্প্যারো ডে বা বিশ্ব চড়াই দিবস প্রথম পালিত হয় ২০১০ সালে। পালন করে নেচার ফরএভার সোসাইটি। ছোট্ট এই পাখিটিকে রক্ষা করা এবং এর বিষয়ে সচেতনতার প্রচারের জন্যই এরকম একটি দিনের ভাবনা।
এই পাখিটি আকারে ছোট হলেও গুরুত্বে মোটেই ছোট নয়। খাদ্যশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এর ভূমিকার কোনও বিকল্প নেই। এমন কীট-পতঙ্গ এরা খায়, যা গাছ-পালার ক্ষতি করে। উল্টোদিকে এরা আবার বড় পাখি বা সাপের খাদ্য। ফলে প্রকৃতিতে একটা ভারসাম্য বজায় থাকে।
ভারতে এই পাখিটি নিয়ে সচেতনতা ধীরে ধীরে বাড়ছে। পশ্চিমবঙ্গ তথা কলকাতায় এই পাখিটি নিয়ে নানা কাজ হচ্ছে। শহরে ইদানীং এই পাখিটর সংখ্যা কমছে বলে তা নিয়ে উদ্বিগ্ন জীববৈচিত্র নিয়ে কাজ করা সংস্থাগুলি।
তবে বহির্বঙ্গেও চড়াই নিয়ে সচেতনতা ক্রমশ বাড়ছে। এর মধ্যে উত্তর প্রদেশ খুবই অগ্রগণ্য। লক্ষ্ণৌ শহরে পাখিটির বিষয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
পাখিটির আয়ুষ্কাল ১০ বছরের মতো। এরা ধুলো ঘাঁটতে খুব ভালোবাসে। আর সবচেয়ে আশ্চর্যের হল, জলের নীচে সাঁতার দিতে পারে।
পাখিটি একটু মানুষঘেঁষা। সামাজিক বলা চলে। মানুষের ঘরের কাছেই বাসা বাঁধে এরা।