টয়লেটে ছোট ও বড় ফ্লাশের ব্যবহার জেনে পরিবেশ বাঁচান

Sun, 02 Sep 2018-7:07 pm,

আধুনিক শৌচালয়ে দুধরনের টয়লেট ফ্লাশ থাকে। তাদের বলা হয় 'ডুয়েল ফ্লাশ'। কিন্তু কেন দুটি 'ফ্লাশ' থাকে। 

টয়লেটে একটি ফ্লাশ আকারে ছোট। আর একটি আকারে বড়। 

মলত্যাগের পর বড় ফ্লাশটি ব্যবহার করা হয়। আর ছোটটি রাখা হয় প্রস্রাবের জন্য। 

 

কেন এই ব্যবস্থা? বড় ফ্লাশ থেকে ৬-৯ লিটার জল বেরোয়। অন্যদিকে ছোট ফ্লাশ ৩-৪.৫ লিটার জল বেরিয়ে যায়। 

এতে লাভ কী? বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ঘরে এই নিয়ম মানা হলে ২০,০০০  লিটার জল এক বছরে বাঁচতে পারে।

তবে এই ব্যবস্থার জন্য প্রাথমিক খরচ বেশি হবে।

মার্কিন শিল্পপতি ভিক্টর পাপানেকের মস্তিষ্কপ্রসবত। ১৯৭৬ সালে তিনি ডিজাইনটি প্রকাশ করেন। ১৯৮০ সালে অস্ট্রেলিয়ায় তার রূপায়ন ঘটে। 

অনেকেই হয়তো দুটি ফ্লাশের আসল কাজ জানেন না! তবে এবার থেকে স্মার্ট হোন। আপনার একটি ছোট্ট পদক্ষেপ লাভবান হবে পরিবেশ।            

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link