অভিষেক টেস্টেই রেকর্ডের ছড়াছড়ি ঋষভের
# ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে শনিবার ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় ঋষভ পন্থের৷
# ঋষভের হাতে ২৯১ নম্বর টেস্ট ক্যাপ তুলে দেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷
# অভিষেক টেস্টেই রেকর্ডবুকে নাম তুলে ফেললেন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
# আদিল রশিদকে ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে রানের খাতা খোলেন ঋষভ।
# ঋষভই প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি টেস্ট কেরিয়ারে রানের খাতা খোলেন ছয় মেরে। বিশ্বক্রিকেটে ইতিহাসে এখন পর্যন্ত সবমিলিয়ে মোট ১২ জন ক্রিকেটারের এই নজির রয়েছে।
# বড় রান না পেলেও কিপিংয়ে প্রথম ইনিংসেই পাঁচ শিকার ঋষভের। ইংল্যান্ডের প্রথম ইনিংসে অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, অলি পোপ, ক্রিস ওকস ও আদিল রশিদের ক্যাচ ধরেন এই তরুণ উইকেটকিপার।
# বিশ্বের তৃতীয় উইকেটকিপার হিসেবে অভিষেক টেস্টে প্রথম ইনিংসেই পাঁচ শিকারের নজির ঋষভের। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার ব্রায়ান তাবের প্রথম এই কীর্তি গড়েন।
# ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার জন ম্যাকলিন টেস্টে অভিষেক ইনিংসেই পাঁচ শিকার করেছিলেন।