স্বামীর আত্মীয়র সম্পত্তিতে পুত্রবধূর থাকার অধিকার, গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের
যৌথ সংসারে স্বামীর আত্মীয়ের সম্পত্তিতে থাকার অধিকার রয়েছে পুত্রবধূর। বৃহস্পতিবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ ওই মন্তব্য করে।
আদালতের তরফে বলা হয়, যদি কোনও মহিলা স্বামীর কোনও আত্মীয়ের যৌথ সম্পত্তিতে থাকেন তাহলে ডোমেস্টিক ভায়লেন্স অ্যাক্টের সেকশন ২ অনুযায়ী ওই সম্পত্তিতে তার থাকার অধিকার রয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে সুপ্রিম কোর্টের আর এস বাত্রে বনাম করুণা বাত্রা মামলার রায়ের একেবারে উল্টো মন্তব্য করল শীর্ষ আদালত।
ওই রায়ে বলা হয়েছিল, কোনও পুত্রবধূ চাইলে তাঁর স্বামীর কাছে পৃথক থাকার ব্যবস্থা করার দাবি করতে পারেন, স্বামী আত্মীয়দের কাছে নয়।