Bulldozer Over Ram Temple: বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে রামমন্দির? কেন এ কথা বললেন মোদী?
শুক্রবার উত্তর প্রদেশের বরবাঁকিতে এসে মোদী আশঙ্কা প্রকাশ করলেন যে, কংগ্রেস ও সমাজবাদী পার্টি বুলডোজার দিয়ে ভেঙে দেবে সাধের রামমন্দির।
কেন কংগ্রেস ও সমাজবাদী পার্টি বুলডোজার দিয়ে ভেঙে দেবে সাধের রামমন্দির?
শুধু তাই নয়, মোদী বলছেন, সকলে যোগী আদিত্যনাথের কাছে শিখে নিক, কোথায় কখন বুলডোজার চালাতে হবে।
মোদী এ-ও বলেছেন, কংগ্রেস আর সমাজবাদী পার্টি মোটেই রামকে শ্রদ্ধা করে না!
তিনি অভিযোগ করেন, কংগ্রেস এমনকি রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়কেও উল্টে দিতে চাইছে!
কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, এরা দেশকে বিপন্ন করে দেবে। এরা দেশের পক্ষে ক্ষতিকর।