Facebook: আর ফ্রি নয় ফেসবুক? এবার থেকে লগ ইন করলেই লাগবে টাকা?

Thu, 05 Oct 2023-4:29 pm,

ফেসবুকের নিয়ম নাকি বদলে যাচ্ছে? এর ফলে যথেষ্ট সাড়া পড়ে গিয়েছে।

কেননা, এখন তো সমাজের প্রায় প্রতিটি স্তরের প্রতিটি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফলে, এমন একটা খবরে সাধারণ মানুষের মধ্যে বিপুল সাড়া পড়ে গিয়েছে।  

সকলেই চিন্তা করছেন, ফেসবুক করতে গিয়েও যদি পকেট থেকে টাকা খসে তাহলে তো এবার ফেসবুক করা নিয়েও চিন্তা করতে হবে! 

 কেন এরকম খবর রটল? জানা যাচ্ছে, আসলে যত নষ্টের গোড়া ফেসবুকের বিজ্ঞাপন।   

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'টিকটক' একটি সাবস্ক্রিপশন প্ল্যান লঞ্চ করেছে, তাতে বলা হয়েছিল, বিজ্ঞাপন দেখতে না চাইলে ৫ ডলার দিয়ে সেই প্ল্যান নিতে হবে। 

পাশাপাশি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটাও এরকম একটা ভাবনাচিন্তা করছে। 

জানা গিয়েছে, মেটা তার ইউরোপীয় ব্যবহারকারীদের বিজ্ঞাপন-মুক্ত ইনস্টাগ্রাম এবং ফেসবুক উপহার দেওয়ার মানসে একটি পরিকল্পনা করেছে। এর জন্য গ্রাহকদের থেকে প্রতি মাসে প্রায় ১৪ ডলার চার্জ নেওয়া শুরু করতে পারে তারা!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link