Kolkata: মহাপ্লাবন! প্রায় ২০ ফুট উঁচু ভয়ংকর ঢেউয়ের নীচে কি এবার তলাবে তিলোত্তমা?
হঠাৎ কেন এই প্রসঙ্গ? আসলে, শহরের 'টাইড ফোরকাস্ট' হাতে আসতেই অনেকের চক্ষু চড়কগাছ।
কী আছে এই 'টাইড ফোরকাস্টে'? তাতে দেখা যাচ্ছে, কলকাতার চেনা শান্ত এই গঙ্গাই আগামী কয়েকদিন ধরে ধরবে ভয়ংকর রূপ!
আজ, ১ অগস্ট ভোর ছটা নাগাদ যে লো টাইড ছিল, তার উচ্চতা ছিল প্রায় ৪ মিটার, ১০.৪১ ফুট। সকাল ১১টা ১৯ মিনিটে ঢেউ উঠেছিল ৫ মিটারেরও বেশি!
আজ রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ আছে ফের ঢেউয়ের আতঙ্ক-- ঢেউ উঠবে ১৫.৪২ ফুট!
আগামী কয়েকদিন ধরেই এরকম ঢেউয়ের খেলা থাকবে কলকাতার গঙ্গায়। যেমন, ২ অগস্ট ঢেউ উঠবে প্রায় ১৮ ফুট দীর্ঘ!
৩ অগস্টেও ছবিটা একই। বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ ঢেউ উঠবে ১৭.৫৮ ফুট! প্রায় সাড়ে পাঁচ মিটার! ৪ অগস্ট বেলা ১টা ১৬ মিনিটে ১৮.০৫ ফুট!, ৫ অগস্ট বেলা ১টা ৫২ মিনিটে ১৮.৪১ ফুট! সব চেয়ে উঁচু ঢেউ উঠবে আগামী ৭ অগস্ট দুপুর ৩টে নাগাদ-- ১৮.৬৭ ফুট!