সফরের শেষ দিনে শীত? নামল তাপমাত্রার পারদ
নিজস্ব প্রতিবেদন: শীতের শেষ কামড় বাংলায়। পারদ নেমেছে। তবে আজই তার ইতি। একদিনের শেষ সফর শীতের। কারণ কাল থেকেই বদলে যাবে আবহাওয়া। কমবে শীতের আমেজ।
চড়বে পারদ। দুদিনে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তার আগে আগামী ২৪ ঘণ্টায় উইকেন্ডে জাঁকিয়ে শীতের আমেজ।আগামীকাল থেকেই বাড়বে তাপমাত্রা। সোম-মঙ্গলবার অনেকটাই চড়বে পারদ। সপ্তাহের শুরুর দুদিনে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে।পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড ওড়িশাতে হালকা থেকে মাঝারি কুয়াশা।
আগামী ২৪ ঘন্টায় মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তর ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।
কলকাতায় সকালে সামান্য কুয়াশার দাপট থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে।
বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। এর প্রভাবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে।
তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরপুর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে।হরিয়ানা ও উত্তর প্রদেশে শীতল দিনের সম্ভাবনা। শৈত্যপ্রবাহের সর্তকতা রাজস্থানে।