Winter Updates: উফ্ফ! এই বাংলারই কোথাও ৯, কোথাও ৮.৫, কোথাও ৫.৬! এমন ভয়ংকর শীত কতদিন?
মঙ্গলবার দার্জিলিং কালিম্পং তুষারপাতের হালকা সম্ভাবনা। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায়। (তথ্য: অয়ন ঘোষাল)
শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। বড় পরিবর্তন নেই সর্বনিম্ন তাপমাত্রার। দু-এক ডিগ্রি তাপমাত্রা বাড়তে কমতে পারে। (তথ্য: অয়ন ঘোষাল)
রবিবার থেকে দক্ষিণবঙ্গে তিন দিনে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। (তথ্য: অয়ন ঘোষাল)
দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা শ্রীনিকেতনে-- ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে ৯ ডিগ্রি এবং কলকাতার আলিপুরে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। (তথ্য: অয়ন ঘোষাল)
দার্জিলিঙে ১.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ানে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস! (তথ্য: অয়ন ঘোষাল)
জেনে নিন বিভিন্ন জায়গার সর্বনিম্ন পারদের আরও কিছু ঝলক-- দমদম ১২.৪, হাওড়া ১২.২, উলুবেড়িয়া ১১, মেদিনীপুর শহর ১১.৩, দিঘা ১২.৪, কৃষ্ণনগর ১২, মগরা হুগলি ১১.৫, কাঁথি ১২, কল্যাণী ১০.৮, বারাকপুর ১২, মালদহ ১০.৫, শ্রীনিকেতন ৮.৫, দার্জিলিং (পার্বত্য) ১.৪ হলেও অবশিষ্ট দার্জিলিংয়ে ৫.৬! (তথ্য: অয়ন ঘোষাল)