Vegetables Price Hike: সজনে ডাঁটা ৪০০, কড়াইশুঁটি ১৩০! শীতের সবজির চড়া দামে মধ্যবিত্তের মাথায় হাত
নিজস্ব প্রতিবেদন: শহরজুড়ে শীতের আমেজ। কুড়ির নীচে নেমেছে কলকাতার রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ রাজ্যেও। ইতিমধ্য়ে বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। ফুল কপি, বাঁধা কপি, ক্যাপসিকাম, লাল ফলফলে সতেজ টম্যাটো,গাজর, বিনস হরেক রঙের সমাহার। তবে এই সমস্ত সবজির দামে মধ্যবিত্তের ঘুম উড়েছে।
দক্ষিণের তিন রাজ্য কেরল,তামিলনাড়ু এবং কর্ণাটকে অতিবৃষ্টির জেরে পাতের অতিসাধারণ সবজি সজনে ডাঁটাও এখন বিকোচ্ছে সোনার দরে।
কোনওদিন ভাবতে পেরেছেন ৫০ থেকে ৬০ টাকার সজনে ডাঁটা বাজারে গিয়ে ৪০০ টাকায় কিনতে হবে? বাস্তবে তেমনটাই হচ্ছে।
তাল মিলিয়ে বাড়ছে ক্যাপসিকামের (Capsicum) দামও। কারণ সেটাও কর্ণাটক থেকেই আসে। ১০০ টাকা টপকে কলকাতার বাজারে ক্যাপসিকাম (Capsicum) এখন ১২০ টাকা।
নভেম্বরের প্রথম সপ্তাহে টম্যাটোর (Tomatoes) দাম বেড়ে ৭০ টাকা হয়েছিল। মাঝে দাম কমে ৬০ টাকা হয়। বুধবার থেকে ফের শহরের বাজারে টোম্যাটোর (Tomatoes) দাম ৮০ টাকা এবং তা ক্রমশ ঊর্দ্ধমুখী।
কী ভাবছেন? দক্ষিণ ভারতের সবজি খাওয়া ছেড়ে দেবেন? তাহলেও খুব ভাল খবর নেই আপনার জন্য। কারণ, বিহার, ঝাড়খণ্ড থেকে আসা কড়াইশুঁটি আপনাকে চিন্তায় ফেলে দেবে। এর দাম আপাতত ১২০ টাকা থেকে ১৩০ টাকা।