সর্বোচ্চ করোনা আক্রান্ত ২৪ ঘণ্টায়, নতুন প্রজাতির জন্যই কি এই পরিস্থিতি?
নিজস্ব প্রতিবেদন: ৪০,৪৫, ৪৮, ৬০, ৬২, ৬৮ হাজারের পর এবার ৭২ হাজার। গত ২৪ ঘণ্টায় দশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৩৩০ জন। এ বছর এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ।
দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। করোনার নতুন প্রজাতির জন্যই যে এই পরিস্থিতি তা স্বীকার করেছেন দিল্লি এমসের প্রধান রণদীপ গুলেরিয়া।
বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও ক্রমশ করোনা-পরিস্থিতি খারাপ হচ্ছে। কেন্দ্রও স্বীকার করে নিয়েছে, দেশের করোনা-পরিস্থিতি মোটেই ভাল নয়।করোনা সংক্রমণের (COVID-19 situation) দ্বিতীয় ধাক্কার শিকার হয়েছে মূলত মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লির মতো রাজ্যগুলি। সংশ্লিষ্ট রাজ্যগুলির স্বাস্থ্য দফতর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আছে। রাজ্যগুলি নিজেদের মতো সতর্কতাও অবলম্বন করেছে।
কোথাও নাইট কার্ফু, কোথাও শর্ট-টার্ম লকডাউন চলছে। কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে, এমন নয়। এই পরিস্থিতিতে NITI Aayog জানিয়ে দিল দেশের উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণ নিয়ে তারা বেশ চিন্তিতই। NITI Aayog সদস্য (Health) V K Paul জানিয়েছেন, দেশের করোনা-পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।
এ নিয়ে দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লক্ষ ২১ হাজার ৬৬৫ জন। এই সংক্রণমণের অধিকাংশটাই ৯-১০টি রাজ্য থেকে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৪৪ জন।