2025 Warmest Year: ফের মৃত্যুমিছিল দেশে? সব রেকর্ড ভাঙবে ২০২৫-এর ভয়ংকর হিটওয়েভ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর শুরুর আগেই ভয়ংকর সতর্কবার্তা জারি করল বিশ্ব আবহাওয়া সংস্থা। ২০২৪ সালের রেকর্ড-ব্রেকিং গরম তাপমাত্রা সম্ভবত আগামী বছরও সেটি অব্যাহত থাকবে বলেই জানা গিয়েছে।
ডব্লিউএমও জানিয়েছে, ২০২৫-এ গ্রিন হাউস গ্যাসের মাত্রাও বাড়বে।
ডব্লিউএমও সতর্ক করেছে যে, ২০২৫-এর তাপমাত্রা বিগত তিন বছরের রেকর্ডকে হার মানাবে। পর্যবেক্ষণ করা দেখা গিয়েছে, ২০২৪ রেকর্ডের উষ্ণতম বছর।
তারা আরও উল্লেখ করেছে যে, ২০১৫-২০২৪ রেকর্ডে সবচেয়ে উষ্ণ দশ বছর।
২০২৫-এ ভয়ংকর হিটওয়েভ থেকে বাঁচতে সকলকে একসঙ্গে মিলে দাঁড়াতে হবে। বায়ুদূষণ কমাতে হবে। যাতে করে ভবিষ্যত উজ্জ্বল হয়।
ডব্লিউএমও চরম তাপ ঝুঁকি মোকাবেলায় বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।