একের পর এক গণেশ মূর্তি আছড়ে ভেঙে দিচ্ছেন এক মহিলা, সমালোচনার ঝড় নেট দুনিয়ায়
নিজস্ব প্রতিবেদন: সামনেই গণেশ চতুর্থী। তার আগেই একের পর এক গণেশের মূর্তি ভেঙে ফেললেন বোর্খা পরা এক মহিলা। যা নিয়ে নেটদুনিয়া রীতিমতো উত্তপ্ত। ঘটনাস্থল বাহরাইনের রাজধানী মানামারর জুফাইর অঞ্চলের একটি দোকান।
একজব বোর্খা পরা মহিলা একের পর এক গণেশ মূর্তি তুলে আছাড় মারছেন মেজেতে। নিমেশেই ভেঙে ফেলছেন একের পর এক মূর্তি। এরকমই চাঞ্চল্যকর একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
শুধু তাই নয়, কোনও কিছুর তোয়াক্বা না করেই ইচ্ছাকৃত ভাবে স্রেফ গায়ের জোরে মূর্তি ভেঙে যাচ্ছিলেন ওই মহিলা। এমনকী উচ্চ স্বরে চিৎকারও করেছিলেন তিনি।
ইতিমধ্যেই সে দেশের পুলিস ওই ৫৪ বছর বয়সী মহিলার বিরুদ্ধে প্রকাশ্যে একটি ধর্মকে অপমান করার মামলা দায়ের করেছে পুলিস। তার সঙ্গে দোকানটির ক্ষতি করার জন্যও মামলা রুজু হয়েছে। ওই মহিলাকে আদালতে পেশ করা হবে।
প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা বাহরাইনের রাজার উপদেষ্টা জানিয়েছেন ওই মহিলার কার্যকলাপ কখনই গ্রহণযোগ্য নয়। তিনি টুইট করে লিখেছেন, "ধর্মীয় মূর্তি ভাঙা বাহরাইনের জনগননের আচরন নয়। এটা অপরাধ।"