মেয়েদের মস্তিষ্ক সম্পর্কে এই বিষয়গুলি প্রত্যেক পুরুষেরই জানা দরকার!
একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ মহিলাই জীবনের নানা ক্ষেত্রে, নানা ভাবে ঝুঁকি নিতে ভালবাসেন। সে জন্য তাঁদের মস্তিষ্কও সে ভাবেই তৈরি।
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের গঠন অনুযায়ী মেয়েদের বোধশক্তি ছেলেদের তুলনায় অনেকটাই বেশি।
একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, মস্তিষ্কের গঠন অনুয়ায়ী মেয়েরা ছেলেদের তুলনায় কম আগ্রাসী স্বভাবের হয়।
বিশেষজ্ঞদের মতে, শারীরিক যন্ত্রণা ও মানসিক চাপ মেয়েদের মস্তিষ্কে সমস্যার সৃষ্টি করে।
যৌনতা বা সঙ্গমের সময়ে মেয়েদের মস্তিষ্কের বেশির ভাগ অংশ সঠিক ভাবে কাজ করে না। এই সময় মেয়েদের চিন্তা-ভাবনা করার ক্ষমতা অনেকটাই কমে যায়।
বয়ঃসন্ধিকালে এবং অন্তঃসত্ত্বা অবস্থায় মেয়েদের মস্তিষ্কে বড়সড় পরিবর্তন ঘটে। এ সময়ে কোনও রকম মানসিক চাপে বা সমস্যায় দীর্ঘস্থায়ী ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
বিশেষজ্ঞদের মতে, সন্তানের জন্মের পর সদ্য মায়েদের মস্তিষ্কে ব্যাপক পরিবর্তন আসে। এ সময়ে মেয়েদের অনুভুতিগুলি অনেক বেশি সজাগ আর ক্রিয়াশীল হয়ে ওঠে।
একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, মস্তিষ্কের গঠন অনুয়ায়ী মেয়েরা ছেলেদের তুলনায় বেশি অনুভূতিপ্রবণ হয়।