দ্রুত এগোচ্ছে কাজ, নির্ধারিত সময়ের আগেই মাটির নিচে তৈরি ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাঠামো
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: কলকাতার মেট্রো প্রোজেক্ট নিয়ে অনেকেই বলে থাকেন, শুরু তো হয় কিন্তু শেষ হয় না। আর এবার সে অপবাদের উল্টো নজির ইষ্ট ওয়েস্ট মেট্রোতে।
নির্ধারিত সময়ের আগেই মাটির নীচে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাঠামো তৈরি হয়ে গিয়েছে।
১০০, ২০০ নয়, টানা ৩১৫ মিটার লম্বা, ৪৫ মিটার চওড়া আর পাঁচতলা। তাও মাটির নিচে বিল্ডিং তৈরি হয়ে গেল ইতিমধ্যেই।
দেড় বছরে এভাবে মাটির নীচে এত বড় কাঠামো তৈরির নজির ভারতের ইতিহাসে বিশেষ নেই বললেই চলে।
সবমিলিয়ে কাজ দ্রুত শেষ হওয়ার আশার আলো দেখছেন অনেকেই।