World Fastest Jet: ক্ষেপণাস্ত্রকেও হার মানাবে এইসব জেটের গতি, ভারতের কাছে আছে কটি

Wed, 25 Dec 2024-12:14 pm,

এটিই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমান। গতি ঘণ্টায় ১১ হাজার ৮৫৪ কিলোমিটার। মোট ৩টি এরকম জেট তৈরি করেছে নাসা। দুটিকে ধ্বংস করা হয়েছে। ২০০১ সালে পরীক্ষামূলকভাবে চালানোর সময় একটি ধ্বংস হয়ে যায়।

১৯৯৯ সালের পর এই জেটকে আর দেখা যায়নি। তবে এটি বিশ্বে এখন পর্যন্ত তৈরি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ গতির জেট। যেকোনো ক্ষেপণাস্ত্রকে পেছনে ফেলে দিতে পারে এই জেট। এর গতি ঘণ্টায় ৪ হাজার ৪২ কিলোমিটার।

১৯৬৪ সালে প্রথম মিকোয়ান-গুরেভিচ মিগ-২৫ জেট আকাশে উড়েছিল। এটি এখনো বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দ্রুতগতির জেট বিমান। এটিরে লেটেস্ট ভার্সনটিও এখন পুরনো হয়ে গিয়েছে বলা যাতে পারে। বিমানটি কমপক্ষে ঘণ্টায় ৩ হাজার ৯২০ কিলোমিটার গতিতে উড়তে পারে।

মিগ-২৫–এরই একটি নতুন সংস্করণ এটি।মিগ-২৫ নিচু দিয়ে উড়তে পারে না। সে তুলনায় মিগ-৩১ উঁচু ও নিচু দুই উচ্চতা দিয়ে উড়তেই সমান পারদর্শী। মিগ-৩১ ফক্সহাউন্ড তালিকায় থাকা অন্যান্য জেট বিমানের মতো অতটা ক্ষিপ্র নয়। এটি রাডারে চিহ্নিত করা সহজ। তবে এর ভেতর বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র রাখার উপযোগী ‘অস্ত্রাগার’ আছে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৪৬৬ কিলোমিটার।

আমেরিকার বিমান নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডনেল ডগলাসের তৈরি করেছে এফ ১৫ ইগল। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৮৭ কিলোমিটার। গতি একই রেখে এটি জটিল সব মোড় নিতে পারে। আর তাই কম দূরত্বের মধ্যে অন্য যুদ্ধবিমানের সঙ্গে লড়াইয়ে এটি একটি আদর্শ বিমান হয়ে উঠেছে। বিশ্বজুড়ে উড়োজাহাজ প্রদর্শনীর ক্ষেত্রেও এফ-১৫ ইগলের অনেক জনপ্রিয়তা আছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link