ICC World Cup 2019: উপমহাদেশের অধিনায়ক হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরি জয়ের নজির গড়লেন বিরাট কোহলি
বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারায় বিরাট কোহলির টিম ইন্ডিয়া।
বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির মুকুটে নতুন পালক যোগ হল।
উপমহাদেশের অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০টি ম্যাচ জয়ের নজির গড়লেন ভারত অধিনায়ক।
অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে ৬৯ তম ম্যাচে ৫০তম জয় পেলেন কোহলি। একদিনের ক্রিকেটে তাঁর জয়ের রেকর্ড ৭২.৪৬ শতাংশ।
ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের ৭০ ম্যাচে ৫০তম জয়ের কৃতিত্বকে এদিন ছাপিয়ে যান ক্যাপ্টেন কোহলি।
৬৩টি একদিনের ম্যাচে ৫০তম জয় নিয়ে যুগ্মভাবে তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
তৃতীয় দ্রুততম অধিনায়ক হিসেবে ৫০ তম একদিনের ম্যাচ জয়ের মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট।