ICC World Cup 2019: সাউদাম্পটনে টিম ইন্ডিয়ার জয়ের রঙিন ছবি
মাঠে কিং কোহলি। ভারত অধিনায়ক অবশ্য এদিন বড় রান করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বিরাট কোহলির দলের।
সাউদাম্পটনে রঙিন পোশাকে ভারতীয় সমর্থকরা।
আগুনে বোলিংয়ে বিশ্বকাপ শুরু বুমরাহর।
ফর্মে কুলদীপ যাদব।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার একা হাতেই শেষ করলেন যুজবেন্দ্র চাহল। ৫১ রান দিয়ে নিলেন ৪ উইকেট।
শুরুতে নড়বড়ে। জীবনদান পেয়ে অপরাজিত শতরান করে ভারতকে ম্যাচ জেতালেন রোহিত শর্মা
ওডিআই কেরিয়ারের ২৩ নম্বর সেঞ্চুরি। বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি রোহিত শর্মার।
ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন রোহিত শর্মা। হিটম্যানকে অভিনন্দন ভারতের জয়ের অন্যতম কারিগর যুজবেন্দ্র চাহলের।
জয়ের পর রোজ বোলের গ্যালারিতে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ।
বিশ্বকাপে ব্যাকফুটে প্রোটিয়ারা। এই প্রথমবার বিশ্বকাপের ইতিহাসে প্রথম তিনটি ম্যাচেই হারল দক্ষিণ আফ্রিকা।