করোনার জেরে বিশ্ব বাঁচানোর শপথ নিতে ডিজিট্যাল মাধ্যমেই সামিল লক্ষ লক্ষ ঘরবন্দি মানুষ

Sudip Dey Tue, 21 Apr 2020-8:02 pm,

সৌরজগতের অন্যতম উন্নত ও প্রাণী জগতের বাসযোগ্য এই গ্রহের সুস্থতা, পরিবেশ সংরক্ষণের জন্য ও পৃথিবীকে ধন্যবাদ জানাতে ২২ এপ্রিল বিশ্বব্যাপী পালিত হতে চলেছে ওয়ার্ল্ড আর্থ ডে।

পরিবেশ রক্ষার জন্য প্রতি বছর ২২ শে এপ্রিল 'ওয়ার্ল্ড আর্থ ডে' হিসেবে পালিত হয়।

১৯৭০ সালে নিউইয়র্ক শহরে পৃথিবীর স্বাস্থ্য রক্ষার দাবিতে রাস্তায় নেমেছিলেন কয়েক লক্ষ মানুষ, তাঁদের দাবি ছিল পরিবেশ রক্ষার জন্য আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

ওয়ার্ল্ড আর্থ ডে-র আয়োজন ছিলেন ২৫ বছর বয়সী ডেনিস হেইস নামে এক ছাত্রী। বর্তমানে এই দিবস পৃথিবীর বৃহত্তম নাগরিক ইভেন্ট হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 

প্রাণীর বাসযোগ্য অন্যতম এই গ্রহ রক্ষার জন্য এদিনে কয়েক কোটি মানুষ শপথ গ্রহণ করবেন।

লকডাউনের ফলে বিশেষ এই দিনটি পালনের জন্য ডিজিটাল মাধ্যেমর সাহায্য নিয়ে নিরাপদ ও দায়িত্বপূর্ণ ভাবে ওয়ার্ল্ড আর্থ ডে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link