World Kidney Day: কী ভাবে এড়াবেন কিডনির মারণ অসুখ? মাত্র এই ক`টি বিষয় মেনে চলুন...

Soumitra Sen Thu, 09 Mar 2023-2:44 pm,

কিডনিকে সুস্থ রাখতে প্রচুর জল খেতে হবে। প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের ২-৩ লিটার জল পান জরুরি। 

 

জল আসলে কিডনিকে শক্তি জোগায়। শরীরে জল কম পৌঁছলে কিডনির কাজ করতে অসুবিধা হয়। তাই শরীরকে সব সময় জলীয় রাখতে হয়। তা হলেই অনেক বিপদ এড়ানো যাবে। 

গরমে ডায়ারিয়া হওয়ার প্রবণতা বেশি। আর ডায়ারিয়া হলে প্রকারান্তরে কিডনির উপর চাপ পড়ে, কেননা, ডায়ারিয়া হলে শরীর থেকে জল বেরিয়ে যায়। ফলে এটা এড়ানো দরকার। আর সেজন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়া-দাওয়া জরুরি। 

 

যাঁরা অ্যাথলিট, যেমন, ম্যারাথন রানার্স, তাঁদের ক্ষেত্রে কিডনির বিশেষ যত্ন নেওয়া উচিত। কেননা, এঁদের শরীর থেকে অধিকাংশ সময়েই প্রচুর জল বেরিয়ে যায়। ফলে শরীরে জলের জোগান বজায় রাখাটা খুব জরুরি। 

প্রতি বছর ৯ মার্চ এই বিশ্ব কিডনি দিবস পালিত হয়। কিডনি নিয়ে সচেতনতা প্রচারের জন্য এরকম একটি দিন পালন করার কথা ভাবা হয়। 

শুধু জল নয়, খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনের অবকাশ রয়েছে। যথাযথ ডায়েট করলে কিডনি সুস্থ থাকে। তবে সেই ডায়েটকে হতে হবে কিডনি-ফ্রেন্ডলি। মূলত নুন, চিনি ও কার্বোহাইড্রেট এড়িয়ে যান। ফ্রোজেন ফুড এড়িয়ে যেতে হবে। চলবে না প্যাকেজড ফুডও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link