দেড়শো বছর আগে ভাবনার শুরু, বদলে-যাওয়া আবহাওয়ার জন্য এখন প্রতিদিনই উদ্বিগ্ন পৃথিবী...

Soumitra Sen Thu, 23 Mar 2023-2:46 pm,

এতই জরুরি যে, আজকের দিনটি এই ২৩ মার্চ প্রতিবছর   বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) দিবস হিসেবে পালিত হয়। 

১৯৫০ সালের ২৩ মার্চ World Meteorological Organization স্থাপিত হয়। 

এই প্রতিষ্ঠা দিনটির স্মরণেই প্রতিবছর ২৩ মার্চ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস রূপে পালিত হয়।

এ বছর বিশ্ব আবহাওয়া দিবসের থিম হল -- 'The Future of Weather, Climate and Water across Generations'৷ 

এ বছরের ওয়ার্ল্ড মেটিওরলজিক্যাল ডে'র উদযাপন WMO বা ওয়ার্ল্ড মেটিওরেলজিক্যাল অর্গানাইজেশনের ১৫০ বছর পূর্তির উদযাপন-বছর। এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়েছিল ১৮৭৩ সালে। তখন শিল্পের কারণে পরিবেশের দূষণ সব শুরু হয়েছিল। 

নিয়মিত বদলে যাচ্ছে আবহাওয়ার ধরন। মানুষ প্রথম আবহাওয়া নিয়ে সচেতন হয়েছিল দেড়শো বছর আগে। কেননা, আজ যে উন্নয়নের জেরে এত সমস্যার মুখোমুখি মানুষ তার শুরুটা সেই সময়েই। তার পর থেকে আবহাওয়া নিয়ে মানুষ উত্তরোত্তর সচেতন ও সন্ধানী ও উদ্বিগ্ন হয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link