বর্ষশেষে বিশ্বের ১০ ধনী ব্যক্তি, মুকেশ অম্বানী কত নম্বরে জানেন?

Sun, 30 Dec 2018-6:02 pm,

১) জেফ বেজ়স- ফোর্বসের তালিকায় এই মুহূর্তে তিনিই বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। অনলাইন বিপণন সংস্থা আমাজনের প্রতিষ্ঠাতার সম্পত্তির পরিমাণ ১১২০০ কোটি ডলার।

২) দ্বিতীয় স্থানে রয়েছেন মাইক্রোসফ্ট সংস্থার প্রধান বিল গেটস। তাঁর সম্পত্তির পরিমাণ ৯০০০ কোটি ডলার।

৩) বিশ্বের অন্যতম আমেরিকান বিনিয়োগকারী এবং বার্কশায়ার হাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ ৮৪০০ কোটি ডলার। ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

৪) এলভিএমএইচ চেয়ারম্যান বার্নার্ড আরনল্টের সম্পত্তির পরিমাণ ৭২০০ কোটি ডলার। চতুর্থ স্থানে রয়েছেন বার্নার্ড।

৫) ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ধনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭১০০ কোটি ডলার।

৬) ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওরটেগা, যিনি জ়ারা ক্লথিং চেইনের চেয়ারম্যানও, তাঁর সম্পত্তির পরিমাণ ৭০০০ কোটি ডলার।

৭) মেক্সিকোর টেলিকমিউনিকেশনের অন্যতম শিল্পপতি কার্লোস স্লিম রয়েছেন সপ্তম স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৭১০ কোটি ডলার।

৮) কোচ ইন্ডাস্ট্রিজের কর্ণধার ডেভিড কোচ এবং তাঁর ভাই বিশ্বের ধনী তালিকায় অষ্টম এবং নবম স্থানটি দখল করে রেখেছেন। মোট সম্পত্তির পরিমাণ ৬০০০ কোটি ডলার।

৯) অরাকেল প্রধান ল্যারি এলিসন দশম স্থানে রয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৮৫০ কোটি ডলার।

১১) মাইকেল ব্লুমবার্গের মোট সম্পত্তি পরিমাণ ৫০০০ কোটি ডলার।

১৯) বিশ্বের ধনীর তালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছেন ভারতের শিল্পপতি মুকেশ অম্বানী। প্রথম কুড়ির তালিকায় ভারতের একমাত্র শিল্পপতি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪০১০ কোটি ডলার।

২০) আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মায়ের এক ধাপ উঁচুতে রয়েছেন অম্বানী। জ্যাক মায়ের সম্পত্তির পরিমাণ ৩৯০০ কোটি ডলার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link