World Tallest Man Meets Shortest Jyoti: দুনিয়ার সবচেয়ে লম্বা মানুষের কোলে ক্ষুদ্রতম জ্যোতি! আশ্চর্য ছবি...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ, সুলতান কোসেন প্রায় ৬ বছর পর দেখা করলেন সবচেয়ে বেঁটে মহিলা জ্যোতি আমগের সঙ্গে। এবারে তাঁরা ক্যালিফোর্নিয়ায় দেখা করেন।
বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিন-এর বাসিন্দা বছর ৪১-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি অর্থাৎ ২৫১ সেন্টিমিটার। ২০০৯ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসাবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন।
৩০ বছর বয়সী জ্যোতি মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা। জ্যোতি উচ্চতা ২ ফুট ০.৭ ইঞ্চি। ২০১১ সালে তিনি গিনেস বুকে বিশ্বের ক্ষুদ্রতম মানুষ হিসাবে নাম লিখিয়ে ফেলেছেন।
৬ বছর আগে সুলতান-জ্যোতি মিশরের পিরামিডের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করেন। তাঁদের ফটোশ্যুটের সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়।
মিশরের রাজধানী শহর কায়রোর কাছে গিজার গ্রেট স্ফিংস এবং গিজা পিরামিডের পাশে আইকনিক এই জুটিকে পোজ দিতে দেখা যায়।
জ্যোতির একধরনের বামনতা আছে যাকে বলা হয় অ্যাকোন্ড্রোপ্লাসিয়া, যা তার বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে।
অন্যদিকে, সুলতানের মস্তিষ্কের পিট্যুইটারি গ্ল্যান্ডে একটি ছোট্ট টিউমার রয়েছে। এই টিউমারের কারণেই তাঁর এহেন দৈত্যাকার আকৃতি। ক্রমবর্ধমান উচ্চতাকে আটকে রাখতে তিনি আমেরিকা-ও যান চিকিৎসা করাতে।