IND VS NZ WTC21 Final: এই মাঠেই হবে হাইভোল্টেজ মহারণ, সেরে নিন বিরাটদের হোটেল ও স্টেডিয়ামের ভার্চুয়াল ট্যুর
হাতে আর ঠিক ১১ দিন। ১৮ জুন থেকে সাউদাম্পটনের রোজ বোলে (স্পনসরশিপ জনিত কারণে নাম এজিয়েস বোল, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় হ্যাম্পশায়ার বোলও নাম হয়েছিল) শুরু হবে আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (IND VS NZ WTC21 Final)। বিরাট কোহলির (Virat Kohli) ভারত মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। ইংল্যান্ডে হাইভোল্টেজ মহারণ। ক্রিকেট বিশ্ব মুখিয়ে রয়েছে এই মহারণের দিকে।
গত ৩ জুন পরিবার নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে বিরাট কোহলি অ্যান্ড কোং। কোয়ারেন্টিনের কঠোর নিয়ম মেনে আপাতত ১০ দিনের নিভৃতবাসে টিম। যদিও তার আগে মুম্বইতে ভারতীয় দল ১৪ দিনের আইসোলেশন পর্ব সেরেছে। আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়েই বিদেশের বিমান ধরেছে রবি শাস্ত্রীর শিষ্যরা। সাউদাম্পটনের এজিয়েস বোল লাগোয়া হোটেল হিল্টনেই রয়েছে টিম। এই প্রতিবেদনে ফাইনালের ভেন্যু আর বিরাটদের বিলাসবহুল টিম হোটেলের ছবি রইল।
হোটেল হিল্টনের সুইট যেন অন্য মাত্রা এনে দেয়। খাটে শুয়েই অনুভব করা যায় ম্যাচের উত্তেজনা
নৈশালোকে এমনই মায়াবী মনে হয় এই স্টেডিয়ামকে।
ড্রোন থেকে নেওয়া শটে পুরো মাঠ আর হোটেল এক সঙ্গে.
মাঠের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে এই ছবিতে।
এজিয়ের বোলের পিচে সবার আগে ট্রেনিং শুরু করেছেন রবীন্দ্র জাদেজা।
রোহিত শর্মার সঙ্গে ঋষভ পন্থের এই সেলফিতে অসাধারণ ব্যাকড্রপটা ফুটে উঠেছে।
বিরাট কোহলি থেকে ঋদ্ধিমান সাহা, সকলেই মোহিত এই মাঠ লাগোয়া ব্যালকনি দেখে।
মাঠ থেকে যেমন দেখায় হোটেল।
এই সেই চর্চিত টানা লম্বা ব্যালকনি। সেলফি তোলার হটস্পটও বলা যায়!
বাইরে থেকে হোটেল হিল্টন। ছবিতে গল্ফ কোর্স ও জলাশয়ের কিছুটা অংশ দৃশ্যমান।
হোটেল হিল্টনের মূল প্রবেশদ্বার