3D printed Temple: কোথায় গেলে দেখতে পাবেন বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড মন্দির!

Wed, 22 Nov 2023-1:22 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের প্রথম থ্রি-ডি (3D) প্রিন্টেড মন্দির তৈরি হল তেলঙ্গানার সিদ্দিপেটে। 'হায়দ্রাবাদ আপসুজা ইনফ্রাটেক'এবং 'অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং সলিউশন প্রোভাইডার সিমপ্লিফোরজ ক্রিয়েশনস' যৌথ ভাবে মন্দিরটিকে তৈরি করেছে। মন্দিরটির থ্রি-ডি প্রিন্ট করতে প্রায় তিন মাস সময় লেগেছে। 

 

মন্দিরটির তিনভাগে বিভক্ত। যা ৩৫.৫ ফুট লম্বা এবং ৪০০০ স্কোয়ারফিট এলাকার মধ্যে তৈরি হয়েছে। এই মন্দিরে রয়েছে ৩ টি গর্ভগৃহ। সেখানে ৩টি ভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে। প্রথমটি ভগবান গণেশকে উৎসর্গ করে মোদক গর্ভগৃহ, দ্বিতীয়টি শিবের প্রতীক হিসাবে বর্গাকার শিবালায়, তৃতীয়টি দেবী পার্বতীর জন্য পদ্ম আকৃতির।

 

তিনটি গোপুরম এবং তিনটি গর্ভগৃহ তৈরির জন্য সিমপ্লিফোরজ তাদের রোবোটিক কনস্ট্রাকশন পদ্ধতিতে তৈরি করেছে। ৭০-৯০ দিনের মধ্যে দেশীয় মেটিরিয়াল এবং সফটওয়্যার ব্যবহার করে এই মন্দির নির্মাণ করা হয়েছে।

 

এছাড়াও মন্দিরের পিলার, স্ল্যাবস এবং ফ্লোরিং প্রথাগত নিয়মেই তৈরি হয়েছে। সব মিলিয়ে মন্দিরটি নির্মাণ হতে প্রায় সাড়ে পাঁচ মাস সময় লেগেছে। 

 

সিমপ্লিফোরজের অফিসার বলেন, 'এই মন্দিরটি শুধু ভারতে নয়, বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড মন্দির।'

 

এছাড়াও প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে তৈরি হয়েছে ভারতের প্রথম থ্রি-ডি প্রিন্টেড পোস্ট অফিস। লার্সেন অ্যান্ড টুবরো সংস্থা এটি নির্মাণ করেছে এবং প্রযুক্তিগত সমর্থন যুগিয়েছে আইটিআইটি মাদ্রাজ। এই পোস্ট অফিসটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link