World’s most Scariest Prison: কয়েদিদের জন্য দুঃস্বপ্ন! নরকের থেকেও ভয়ংকর বিশ্বের এই ৭ কারাগার

Thu, 28 Mar 2024-9:21 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই আলাকট্রাজ জেল। এখানে ভয়ংকর কয়েদিদের রাখার জন্য় বিখ্যাত।

ভেনিজুয়েলায় অবস্থিত এই লা সাবানেটা জেল। এখানে সহিংসতা এবং অত্যাধিক বন্দিদের জন্য পরিচিত।

ব্রাজিলে ১৯২০ সালে এই কারাগারটি নির্মিত হয়েছিল। এক সময়ে এখানে ৮০০০ জনেরও বেশি বন্দি ছিল। কারাগারটি তার দুর্বল স্বাস্থ্য সুবিধা এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত ছিল।

সিরিয়ায় অবস্থিত এই তাদমোর মিলিটারি জেলটি। এখানে বন্দিদের মাথা তোলা, উপরে তাকানো বা একে অপরের দিকে তাকানোর অনুমতি পর্যন্ত দেয়া হতো না। তাদমোর কারাগারটি বৃত্তাকার। এ কারাগারটি এমনভাবেই তৈরি করা হয়েছিল, যাতে প্রহরীরা যেকোনো সময় সব বন্দির ওপর নজর রাখতে সক্ষম হন।

আমেরিকায় অবস্থিত এই রাইকার্স দ্বীপ। এখানে বন্দিদের মধ্যে সহিংসতার জন্য কুখ্যাত।

 

প্যারিসের এই কারাগারের কিছু ভীতিকর গল্প রয়েছে। যেখানে কয়েদিদের আত্মহত্যার চেষ্টা এখানে বেশ সাধারণ।

রাশিয়ায় অবস্থিত এই ব্ল্যাক ডলফিন কারাগার। এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ানক জেল মনে করা হয়। কাজাকিস্তানের বর্ডারের পাশে রয়েছে এই উচ্চ নিরাপত্তাবেষ্টনীতে থাকা এই কারাগার। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link