World’s Oldest Conjoined Twins: একসঙ্গে জুড়ে ছিলেন ৬২ বছর, অবশেষে পথচলা শেষ লরি-জর্জের

Sat, 13 Apr 2024-12:11 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে পুরানো জীবিত সংযুক্ত যমজ মহিলা লরি এবং জর্জ স্ক্যাপল। ৭ এপ্রিল রবিবার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তাঁরা প্রয়াত হন। তাঁদের মৃত্যুর কারণ জানা যায়নি। 

 

লরি এবং জর্জ সবচেয়ে বয়স্ক মহিলা সংযুক্ত যমজ। মৃত্যুকালে তাঁদের বয়স ছিল ৬২ বছর। রেকর্ড অনুযায়ী, তাঁরা দ্বিতীয় বয়স্ক মহিলা সংযুক্ত যমজ সন্তানের চেয়ে নয় বছরের বড়।

 

১৮ সেপ্টেম্বর ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার জন্মগ্রহণ করেন। লরি এবং জর্জের মাথার খুলি আংশিকভাবে মিশ্রিত ছিল। শুধু মাথা দ্বারাই তাঁরা সংযুক্ত ছিল। 

প্রথমে লরি এবং জর্জ বিশ্বের প্রথম সমলিঙ্গ সংযুক্ত যমজ ছিল। কিন্তু ২০০৭ সালে জর্জ নিজেকে রূপান্তরকামী হিসাবে দাবি করে, পুরুষের মত আচরণ করতে শুরু করে। তখন থেকে তাঁদের দুজনের লিঙ্গ পরিচয় আলাদা হয়।

 

পেনসিলভেনিয়ায় দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে যমজরা স্বাধীনভাবে বসবাস করত। তাদের প্রত্যেকের নিজস্ব রুম ছিল - পর্যায়ক্রমে প্রত্যেকে রাত কাটায় - এবং যতদূর সম্ভব তাদের নিজস্ব ব্যক্তিগত জীবনযাপন করার চেষ্টা করত।

জর্জ একজন কান্ট্রি গায়ক হিসাবে একটি সফল ক্যারিয়ার উপভোগ করেছেন। লরি ট্রফি বিজয়ী টেন-পিন বোলার ছিলেন। চিকিৎসরা জানিয়েছিল লরি এবং জর্জ ৩০ বছরের পরে আর বাঁচবে না। তাঁরা ২০১৫ সালে সালে সবচেয়ে বয়স্ক মহিলা সংযুক্ত যমজ হয়ে উঠেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link