করোনা বিধি মেনেই সতীপীঠ কঙ্কালীতলায় চলছে আরাধনা, মুখে মাস্ক সেঁটে ভক্তের ঢল মন্দিরে
নিজস্ব প্রতিবেদন : একান্ন পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা।
পুরাণ অনুযায়ী সতীপীঠ কঙ্কালীতলায় মায়ের কাঁখ বা কাকাল পড়েছিল।
মন্দিরের পাশেই রয়েছে সতীকুণ্ড।
এদিন কালীপুজো উপলক্ষে বিশেষভাবে সেজে উঠেছে বীরভূমের কঙ্কালীতলা।
মা কালীর কাছে তাঁদের মনস্কামনা পূরণের আশায় এদিন সকাল থেকেই মন্দিরে আসতে শুরু করেন দূর দূরান্তের পর্যটকরা।
বেলা যত গড়াচ্ছে, ভিড় ততই বাড়ছে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিতরা।
তবে এ বছর করোনার কারণে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।
প্রত্যেক দর্শনার্থীদের মুখে মাস্ক বাধ্যতামূলক।
পাশাপাশি সকলকে স্যানিটাইজার নিয়ে প্রবেশ করতে হচ্ছে।