WPL 2023: এই মুহূর্তে খেলছেন ডব্লিউপিএল, সৌন্দর্যে বলে বলে হারাবেন অভিনেত্রীদেরও!

Wed, 08 Mar 2023-8:38 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে উইমেন'স প্রিমিয়র লিগ। ধীরে ধীরে টুর্নামেন্টের টেম্পো চড়তে শুরু করেছে। এই লিগে খেলছেন দেশ বিদেশের তাবড় মহারথীরা। তাঁদের মধ্যেই রয়েছেন এমন সব ক্রিকেটার, যাঁরা সৌন্দর্যে বলে বলে হারাবেন অভিনেত্রীদেরও!

 

বাছাই করা সুন্দরীদের তালিকায় রয়েছেন স্মৃতি মন্ধানা, অ্যাশলি গার্ডনার, এলিস পেরি, হরলিন কউর দেওল ও লরেন বেল

 

২৬ বছরের মুম্বইয়ের কন্যার নাম সবার আগে উঠেছিলেন ডব্লিউপিএলের নিলামে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্মৃতিকে দলে নিতে খরচ করেছে ৩ কোটি ৪০ লক্ষ টাকা। তিনিই ডব্লিউপিএল-এর সবচেয়ে দামি ক্রিকেটার। দেশের হয়ে ১১২টি টি-২০ খেলা স্মৃতির ব্যাট থেকে এসেছে ২৬৫১ রান। টি-২০ হোক বা ওয়ানডে স্মৃতির ব্যাট কথা বলে। একবার ক্রিজে সেট হয়ে গেলে স্মৃতি রেয়াত করেন না কোনও বোলারকেই। স্মৃতির সৌন্দর্য যেন কথা বলে

 

জোড়া বিশ্বকাপ জয়ী অ্যাশলি গার্ডনারকে ৩ কোটি ২০ লক্ষ টাকায় সই করিয়েছে গুজরাত জায়ান্টস। অজি অলরাউন্ডার দলের সম্পদ। তাঁর ফিল্ডিংও চোখ ধাঁধানো। অ্যাশলির সৌন্দর্যও আলাদা করে নজর কাড়ে। চর্চায় থাকেন তিনি।

 

অস্ট্রেলিয়ার এলিস পেরি নিঃসন্দেহে অন্যতম সেরা সুন্দরী ক্রিকেটার। ব্যাট-বলের পাশাপাশি তিনি রূপেও ঝড় তোলেন। এলিস খেলছেন স্মৃতির আরসিবিতে।

 

ডান হাতি আক্রমণাত্মক ব্যাটার হরলিন। প্রয়োজনে করতে পারেন বলও। খেলছেন গুজরাত টাইটান্সে। বাইশ গজের অন্যতম সুন্দরী ক্রিকেটারদের মধ্যে দেশের এই কন্যাও। 

ইংল্যান্ডের লরেন বেলকে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। সুন্দরী অলরাউন্ডার হিসেবে নিজের একটা জায়গা করে নিয়েছেন ফ্যানদের মনে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link