WT20: দুর্বল স্কটল্যান্ডকে ওড়াতে Ravichandran Ashwin-এর সঙ্গে জুড়তে পারেন Varun Chakravarthy
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হলেও গত ম্যাচে আগের ম্যাচে রানে ফিরেছেন। করেছিলেন ৪৮ বলে ৬৯ রান। ফলে তিনিই ওপেন করবেন।
কিউইদের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে বাঁচিয়ে রাখার জন্য নাকি 'হিট ম্যান'কে ওপেনিং করানো হয়নি। টিম ম্যানেজমেন্ট থেকে এমন বয়ান দেওয়া হয়েছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে পছন্দের ওপেনিংয়ে ফিরে আসেন রোহিত। করেছিলেন বিস্ফোরক মেজাজে ৪৭ বলে ৭৪ রান। তাই রাহুলের সঙ্গে তিনিই যে ওপেন করবেন, সেটা নিয়ে বন্দুমাত্র সন্দেহ নেই।
অধিনায়কত্বের চাপ তাঁর ব্যাটিংয়ে আগেই দেখা গিয়েছে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ বলে ৯ রানের ইনিংসে সেটা বোঝা যাচ্ছে। গত ম্যাচে একটিও চার মারতে পারেননি কোহলি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে টপ অর্ডার ব্যর্থ হলেও 'কিং কোহলি' একা রুখে দাঁড়িয়েছিলেন। ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। রশিদ খানদের বিরুদ্ধে ব্যাট করেননি। তবে ফের একবার তাঁর ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে আসমুদ্র হিমাচল।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে দলে ফিরেছেন সূর্যকুমার। তিনিই সম্ভবত চার নম্বরে নামবেন। তবে এ বার চাপের সময় কিন্তু এই মুম্বইকরকে রান করতে হবে।
পাকিস্তানের পর নিউজিল্যান্ড, উইকেট ছুড়ে দিয়ে এলেও গত ম্যাচে তিন নম্বরে নেমে ১৩ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন। শেষ চারের আশা জিইয়ে রাখতে হলে পন্থকে ফের একবার ব্যাটিং বিস্ফোরণ ঘটাতে হবে।
ভারতীয় দল নামক ডুবন্ত জাহাজে একমাত্র যোদ্ধা যিনি কিছুটা হলেও লড়ছেন। পাকিস্তানের বিরুদ্ধে শেষের দিকে ১৩ বলে ১৩ রান করার পর গত ম্যাচে ১৯ বলে ২৬ রান করেছিলেন 'জাড্ডু'। গত ম্যাচে ১৯ রানে ১ উইকেট নিয়েছিলেন। তবে বোলিংয়ে তাঁর কাছে আরও ভাল পারফরম্যান্স দাবি করছে টিম ম্যানেজমেন্ট।
ক্রিকেট বিশ্বের সবাই 'আনফিট' হার্দিক পান্ডিয়াকে দলের বাইরে রাখার কথা বললেও, কোহলি তাঁকে খেলিয়েই যাবেন। সেটা দিনের আলোর মতো পরিষ্কার। রশিদ খান-মহম্মদ নবিদের বিরুদ্ধে অবশেষে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন হার্দিক। ১৩ বলে অপরাজিত ৩৫ রানের জন্যই ২০০ রান টপকে গিয়েছিল টিম ইন্ডিয়া।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানো হয়নি। শুধু খারাপ পারফরম্যান্স নয়, চোটেও কাবু ছিলেন এই 'মিস্ট্রি' স্পিনার। শোনা যাচ্ছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ ও দুর্বল বিপক্ষকে দ্রুত শেষ করে দেওয়ার জন্য শার্দূল ঠাকুরের বদলে তাঁর খেলার সম্ভাবনা প্রবল।
গত ম্যাচে ১৪ রানে ২ উইকেট নিয়ে অশ্বিনের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। একইসঙ্গে রশিদ খানদের বিরুদ্ধে পারফরম্যান্স করে বিরাট কোহলিকেও বার্তা দিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে ৬০০-র বেশি উইকেট নেওয়া এই অফ স্পিনার।
পাকিস্তানের বিরুদ্ধে ৩.৫ ওভারে ৪৩ রান দিয়ে কিছু মানুষদের কাছে কার্যত 'ভিলেন' বনে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে তাঁকে তীব্র অপমানিত করা হয়। এরপর কিউইদের বিরুদ্ধে নামার সাংবাদিক সম্মেলনে শামির পাশে এক শ্রেণির নেটিজেনদের 'মেরুদণ্ডহীন' বলেছিলেন ভারত অধিনায়ক। তবে শামির ফর্ম ফিরে আসেনি। সেই ম্যাচে মাত্র ১ ওভার বোলিং করে ১১ রান দিয়েছিলেন 'সহেসপুর এক্সপ্রেস'। তবে ৩২ রানে ৩ উইকেট নিয়ে আফগানদের ব্যাটিং ভেঙে দেন 'সহেসপুর এক্সপ্রেস'। এ বারও তাঁর দিকে তাকিয়ে রয়েছেন অধিনায়ক কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জঘন্য হারের পর মাসের পর মাস জৈব সুরক্ষা বলয়ে থাকাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সেটা অবশ্য অজুহাত ছাড়া কিছুই নয়। পাকিস্তানের বিরুদ্ধে ৩ ওভারে দিয়েছিলেন ২২ রান। তবে কিউইদের বাকি ব্যর্থ হলেও ১৯ রানে ২ উইকেট নিয়েছিলেন। সেই 'বুম বুম বুমরা'র দিকে তাকিয়ে রয়েছেন কোহলি। কারণ গত ম্যাচেও নিয়েছিলেন ২৫ রানে ১ উইকেট। শেষ চারে যেতে তাঁকেও ফের পারফর্ম করতে হবে।