১০৪ দিন পরে করোনার আঁতুড়ঘরে ফিরল ফুটবল দল
করোনা অতিমারীতে যখন থমকে গিয়েছে গোটা বিশ্ব, তখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে চিনের উহান প্রদেশ। দীর্ঘ তিন মাস পরে ঘরে ফিরে এল চাইনিজ সুপার লিগের ক্লাব উহান জল।
জানুয়ারিতে করোনা ভাইরাস যখন উহানে ছড়িয়ে পড়ে তখন স্পেনে ট্রেনিং ক্যাম্পে ছিল উহানের এই ফুটবল ক্লাবটি।
এরপর স্পেন ছেড়ে জার্মানিতে দীর্ঘদিন আটকে থাকার পর ১৬ মার্চ চিনের শেনঝেনে পৌঁছায় উহান জল ফুটবল দল।
সেখানেই ২১ দিন কোয়ারেন্টাইনে থাকেন দলের ফুটবলার থেকে প্রত্যেক সদস্য।
এরপর ট্রেনে করে শনিবার ফিরে আসে উহানে। ১০৪ দিন পর ঘরে ফিরে আসা ফুটবলারদের স্বাগত জানাতে হাজির হন বহু সমর্থক।