Jio Phone-এর থেকেও সস্তায় Android ফোন লঞ্চ করল Xiaomi

Thu, 02 Aug 2018-6:50 pm,

স্মার্ট ফোনের বাজারে বাজিমাত করার পর এবার ফিচার ফোন লঞ্চ করল চিনা সংস্থা শাওমি। চিনের বাজারে লঞ্চ হয়েছে শাওমির নতুন ফোন Qin AI

শাওমির নতুন Qin AI চলে অ্যান্ডরয়েড অপারেটিং সিস্টেমে। এছাড়া এই ফোনে রয়েছে 4G VoLTE প্রযুক্তি। এছাড়া ফোনটিতে রয়েছে রিয়েল টাইম ট্রান্সলেশন প্রযুক্তি। যা মোট ১৭টি ভাষায় কাজ করে।

চিনের বাজারে ১৯৯ ইউয়ানে লঞ্চ মিলছে এই ফোন। ভারতীয় মুদ্রায় যা ১,৯৯৯ টাকা।

এই ফোনে রয়েছে অ্যান্ডরয়েড নির্ভর Mocor 5 OS. এর ছাড়া এই ফোনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যার সাহায্যে ফোন থেকেই বহু প্রশ্নের জবাব পাবেন ব্যবহারকারী। তবে ফোনটির চিনা ভার্সনে নেই প্লে স্টোর। তবে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক-সহ যাবতীয় ফিচার ব্যবহার করা যাবে এই ফোনে। 

Xiaomi Qin AI-তে রয়েছে রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা। তাছাড়া রয়েছে ইন্ফ্রারেড ব্লাস্টার। যার মাধ্যমে টিভি-সহ অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যেতে পারে। ডুয়াল সিম এই ফেনটিতে রয়েছে হাইব্রিড সিম স্লট। যাতে মেমরি কার্ড ব্যবহার করলে লাগানো যাবে একটি সিম। ভারতে কবে ফোনটি আসবে তা জানা যায়নি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link