এত সস্তায় ইলেকট্রিক বাইক! একবার চার্জে ১২০ কিমি চলবে শাওমি হিমো
হিমো ভি ওয়ান ও হিমো সি ২০ ফোল্ডিং। এই দুটি মডেলের ইলেকট্রিক বাইক আগেই লঞ্চ করেছিল শাওমি। এবার চিনের বাজারে শাওমি আনল আরেকটি ইলেকট্রিক বাইকের মডেল। এটিও শাওমির হিমো ভার্সন-এর।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চাহিদা মতো ভারতের বাজারেও শাওমি হিমো আনা হতে পারে। সেক্ষেত্রে ভারতীয় মুদ্রায় এই ইলেকট্রিক বাইকের দাম হতে পারে ৩১ হাজার টাকার মতো।
হিমো টি ওয়ান মডেল-এর এই বাইক দুটি ব্যাটারি সহযোগে পাওয়া যাবে। ১৪০০০ এমএএইচ এবং ২৮০০০ এমএএইচ ব্যাটারি চালিত দুটি মডেলে দামের তারতম্য হবে। ১৪০০০ এমএএইচ ব্যাটারি চালিত বাইক একবার চার্জ দিলেন চলবে ৬০ কিমি। ২৮০০০ এমএএইচ ব্যাটারি চালিত বাইক চলবে ১২০ কিমি।
বাইকের ওজন হবে ৫৩ কেজি। সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ছুটতে পারবে শাওমির এই ইলেকট্রিক বাইক।
রিয়ার সাইড ড্রাম ব্রেক ও ফ্রন্ট সাইড হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকবে। সেইসঙ্গে ওয়ান বাটন স্টার্ট থাকছে। থাকবে এলইডি লাইট। চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল করে চালানো যাবে শাওমি টি ওয়ান।