কচিকাঁচাদের জন্য 4G Phone Watch 5C আনল Xiaomi, কী ফিচার থাকছে এই গ্যাজেটে?
নিজস্ব প্রতিবেদন: Xiaomi লঞ্চ করল MITU Children 4G Phone Watch 5C। এটি মূলত কচিকাচাদের উদ্দেশ্যে তৈরি স্মার্ট ওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে 4G কানেক্টিভিটি, ঘড়িটির মধ্যে সিম ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন।
আপাতত চিনা মার্কেটে লঞ্চ হয়েছে। খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে পারে। ভারতীয় মূল্যে আর দাম হতে পারে ৪ হাজার ৩১১ টাকা। এটিতে ভিডিয়ো কলিং-র সুবিধা থাকছে।
স্পোর্টি লুক ও স্পেসিফিকেশনস - Xiaomi MITU Children 4G Phone Watch 5C-তে লোকেশন ট্র্যাকিং -র মতো ফিচার রয়েছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে কোথায় রয়েছে তা জানতে পারবেন আপনি। ২০ মিটার পর্যন্ত আন্ডার ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার রয়েছে এতে।
এই স্মার্টওয়াচে একটি ১.৪ ইঞ্চির কালার ডিসপ্লে থাকছে। সেই সঙ্গেই থাকছে একটি ৯০০ mAh ব্যাটারি।
MITU Children 4G Phone Watch 5C-এর সাহায্যে বিভিন্ন লার্নিং অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই ঘড়ি দিয়ে সন্তানের সঙ্গে কথাও বলতে পারবেন আপনি।