ফ্ল্যাগশিপ ফোনের যাবতীয় ফিচার মিলবে জলের দরে, লঞ্চ হল Xiaomi-র Poco F1

Wed, 22 Aug 2018-4:29 pm,

ভারতে লঞ্চ হল শাওমির Poco F1. শাওমির সাব-ব্র্যান্ড Poco প্রথম ফোনেই চমকে দিয়েছে সবাইকে। মাত্র ২০,৯৯৯ টাকার এই ফোনে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 845 চিপসেট। সঙ্গে লিকুইড কুলিং সিস্টেম। রয়েছে নচ-ওয়ালা ডিসপ্লে। সঙ্গে রয়েছে ফাটাফাটি ক্যামেরা। 

মঙ্গলবার এক অনুষ্ঠানে ভারতে Poco F1 লঞ্চ করেন সংস্থার প্রোডাক্ট ম্যানেজার জয় মানি। ফোনটির মোট ৪টি ভেরিয়্যান্ট লঞ্চ করেছে সংস্থা। ৬ ও ৮ জিবি RAM ভেরিয়্যান্টে পাওয়া যাবে এই ফোন। পাওয়া ৬৪, ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়্যান্টে। 

Poco F1-এ রয়েছে শাওমির Miui ইউজার ইন্টারফেস। তবে Poco ব্র্যান্ডের জন্য আলাদাভাবে সাজানো হয়েছে Miui-কে। ফলে অনেকটা স্টক অ্যান্ডরয়েডের মতো দেখতে হয়েছে তাকে। সংস্থার দাবি, স্পিডে এই ফোনকে টক্কর দিতে পারবেন না কেউ। 

Poco F1-এ রয়েছে ৬.১৮ ইঞ্চি ডিসপ্লে। ওপরে রয়েছে গোরিলা গ্লাস ৩-এর সুরক্ষাকবচ। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 845 চিপসেট। সঙ্গে রয়েছে লিকুইড কুল টেকনোলজি। যা দীর্ঘক্ষণ ধরে চিপসেটকে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে সাহায্য করে। 

ফোনটিতে অবশ্যই ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার করেছে Pocofone. অন্যান্য জায়গার মতো ক্যামেরাতেও কোনও কার্পণ্য করেনি তারা। ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা ব্যবহার করেছে সংস্থা। ফোনটির রিয়ার ক্যামেরা মডিউলের মেইন ক্যামেরাটিতে ১২ মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে ডুয়াল পিক্সেল অটোফোকাস প্রযুক্তি। সেকেন্ডারি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। 

ফোনটির সামনে ২০ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে Poco. তাদের দাবি, ভারতীয়দের পছন্দের কথা মাথায় রেখে বিশেষভাবে টিউন করা হয়েছে এই ক্যামেরাকে। রয়েছে অটো সিন মোড ও এআই বিউটিফিকেশনের মতো ফিচার। 

পোকো এফ ওয়ান-এ রয়েছে ৪,০০০ mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে কুইক চার্জ ৩ প্রযুক্তি। ফোনটিতে USB C টাইপ পোর্ট দিয়েছে সংস্থা। রয়েছে হাইব্রিড সিম স্লট। রয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। মেমরি কার্ড ব্যবহার করার ব্যবস্থাও রয়েছে এই ফোনে (২৫৬ জিবি)।

২০,৯৯৯ টাকা থেকে ২৯,৯৯৯ টাকার মধ্যে মিলছে Poco F1-এর ভেরিয়্যান্টগুলি। ৬ জিবি RAM/ ৬৪ জিবি ROM ভার্সন মিলবে ২০,৯৯৯ টাকায়। ৬ জিবি RAM/ ১২৮ জিবি ROM ভেরিয়্যান্ট মিলবে ২৩,৯৯৯ টাকায়। ৮ জিবি RAM/ ২৫৬ জিবি ROM ভার্সন মিলবে ২৮,৯৯৯ টাকায়। এছাড়া ফোনটির একটি আর্মরড এডিশন লঞ্চ করেছে Pocofone. তার দাম ২৯,৯৯৯ টাকা। 

এছাড়া ফোনটির জন্য অফিশিয়াল ব্যাক কভার ও স্ক্রিন প্রোটেকটর লঞ্চ করেছে সংস্থা। সব মিলিয়ে যাঁরা বাজেটের মধ্যে লেটেস্ট ফোন খুঁজছেন তাঁদের জন্য মধু Poco F1. ২৯ অগাস্ট থেকে Flipkart ও Mi.com-এ মিলবে পোকো এফ১। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link