YAAS updates : উত্তাল মাতলা, কংক্রীটের বাঁধ ভেঙে বানভাসি কুলতলি
নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই ওড়িশার ধামড়ায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। প্রভাব বাংলাতেও। হাই অ্যালার্ট দক্ষিণ ২৪ পরগণায়।
রীতিমতো উত্তাল হয়ে উঠেছে মাতলা নদী। কংক্রীটের বাঁধ ভেঙে ভেসে গেল কুলতলির বিস্তীর্ণ এলাকা।
ভরা কোটাল, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও ঘূর্ণিঝড়ের জোড়াফলায় হু হু করে জল বাড়ছে সুন্দরবনের নদীগুলিতে।
জল ঢুকে প্লাবিত হয়েছে একাধিক গ্রাম। আমপানের থেকেও ভয়াবহ আকার নিচ্ছে ইয়াস।
জল আটকাতে কংক্রীটের বাঁধ দেওয়া হয়েছিল কুলতলির উপকূলে। কিন্তু শেষরক্ষা হল না। জলের ধাক্কার তীব্রতা এতটাই যে কংক্রীটের বাঁধ ভেঙে বানভাসি কুলতলি।
নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হল বিস্তীর্ণ চাষের জমি-ঘরবাড়ি।
আমপানের ক্ষতই কাটিয়ে ওঠা যায়নি। সুন্দরবনের মানুষের কাছে ফের নেমে এল ঘোর অন্ধকার।