সাইকেলের মতো দেখতে মোটরবাইক! Hero Cycles ও Yamaha motors মিলে আনল `লেকট্রো`
ভারতের বাজারে লঞ্চ করল Lectro EHX20 e-cycle. হিরো সাইকেলস ও ইয়ামাহা মোটরস আনল এই সাইকেলের মতো দেখতে বাইক।
মূলত এটি একটি মাউন্টেন বাইক। পাহাড়ি রাস্তায় অ্যাডভেঞ্চারের জন্য এই ই-সাইকেল কাজে লাগবে। অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর সঙ্গে যুক্ত কেউ এই বাইক নিতে পারেন।
১.৩০ লাখ লাখ টাকা দামের এই ই-বাইকে সেন্টার মোটর থাকবে। ভবিষ্যতে আরও বেশ কয়েকটি ই-বাইক মডেল লঞ্চ করবে বলে জানিয়েছে ইয়ামাহা।
সেন্টার মোটরে চলা প্রথম ই-বাইক হিসাবে ভারতের বাজারে এল লেকট্রো। অন্য ই-বাইকগুলি রিয়ার হাব মোটরে চলে। শুধুমাত্র পাহাড়ি রাস্তায় নয়, কেউ চাইলে সমতলেও অবলালীয় চালাতে পারবেন লেকট্রো।
সাড়ে তিন ঘণ্টায় ফুল চার্জ হবে লেকট্রোর ব্যাটারি। একবার চার্জে চলতে পারে ৬০-৭০ কিমি রাস্তা। হাইড্রলিক সাসপেন্সন ও হাইড্রলিক ডিস্ক ব্রেক থাকবে।