Mango Booth: ম্যাঙ্গো শেক শুনেছেন, ম্যাঙ্গো বুথ শুনেছেন কখনও? দেখুন মালদহের এই বুথ
গেটে ঝুলছে আম। প্রায় শ খানেক। ভিতরে ঢুকলে আম। বুথে যাওয়ার রাস্তায় মাথার ওপর আম। ভিতরে সুবিশাল কৃত্রিম আম গাছ।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
নির্বাচনে ভোটদাতাদের উৎসাহিত করছেন যিনি, তিনি নিজেই আম। তাঁর নাম ফজলি বাবু।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বার্লো গার্লস স্কুলের আগাগোড়া, শুরু থেকে শেষ, গোটাটাই আমের সুবাসে যেন ম ম করছে।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
এমনকি নিজের দামী ভোটটা দেওয়ার পর আমের সুবিশাল কাট আউট এর সামনে দাঁড়িয়ে সেলফি জোন তৈরি হয়েছে।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
এরকম বুথে ঢুকে আর ভোট নিয়ে নয়, সবাই ব্যস্ত আমের ছবি মোবাইল বন্দি করতে।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল