দুঃখের খবর, আর দেখা যাবে না তৈমুরকে!
ছোটবেলাতেই সুপারস্টার হয়ে উঠেছে করিনা কাপুর খান ও সইফ আলি খানের ছেলে তৈমুর। তাঁর ছবি তুলতে অহর্নিশি বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকেন ছবিওয়ালারা।
তৈমুরের ছবি হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম আকর্ষণ। কিন্তু এবার এল দুঃখের খবর, আর তৈমুরের ছবি দেখা যাবে না।
ব্যাপারটা কী? ফিল্মফেয়ারের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ফটোগ্রাফারদের তৈমুরের ছবি তুলতে বারণ করেছেন সইফ ও করিনা। পাপারাজ্জি সংস্কৃতি থেকে ছেলেকে বাঁচাতে চাইছেন বাবা।
সইফ ও করিনা মনে করছেন, ধীরে ধীরে বড় হচ্ছে তৈমুর। চারপাশের ঘটনা প্রভাব ফেলছে তাঁর মস্তিষ্কে। সে কারণে ছবিওয়ালাদের বিরত থাকতে অনুরোধ করেছেন সেলিব্রিটি দম্পতি।
ফটোগ্রাফারদের বাড়ির বাইরে না দাঁড়াতে বারণ করেছেন সইফ। ফলে তৈমুরের ছবি দেখা আর মিলবে না।
গত অগস্টে বলিউডলাইফ ডট কমে করিনা বলেছিলেন, ''অনেকটাই বেশি প্রচার পাচ্ছে তৈমুর। মা হিসেবে আমি সেটা চাই না। আর পাঁচটা বাচ্চার মতোই শৈশব উপভোগ করুক তৈমুর''।