Telecom Tariff: দুঃসংবাদ! জিয়ো, এয়ারটেল বা ভোডাফোন! বাড়ছে সব ফোন পরিষেবারই খরচ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুলাই ৩ থেকে নতুন আনলিমিটেড প্ল্যান আনছে রিলায়েন্স জিও। আর তারপরই ভারতী এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া টেলিকম ট্যারিফ বাড়াতে চলেছে বলে শোনা যাচ্ছে।
নতুন আনলিমিটেড প্ল্যান ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন ট্যারিফও ঘোষণা করেছে জিও। ইউজার প্রতি গড় আয় বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে জিও।
আর তাতেই মনে করা হচ্ছে যে, কোম্পানির ধারাবাহিক বৃদ্ধি বজায় রাখতে এই পথে হাঁটতে পারে এয়ারটেল ও ভোডাফোনও। কারণ এটা জরুরি।
এর আগে ২০২১-এর ডিসেম্বরে গোটা ইন্ডাস্ট্রিতেই ২০-৪০ শতাংশ ট্যারিফ বাড়ানো হয়েছিল। তার আগে ট্যারিফ বাড়ানো হয়েছিল ২০১৯-এর ডিসেম্বরে।
তারও আগে ২০১৬-তে যখন জিও প্রথম বাজারে আত্মপ্রকাশ করল, তখন একবার বেড়েছিল ট্যারিফ। প্রতিযোগিতায় টিকে থাকতে ও কোম্পানির লভ্যাংশ বাড়াতে এখন আরেকবার 'ট্যারিফ পুনর্বীকরণ' জরুরি হয়ে পড়েছে।