বিশ্বকাপ ফাইনালে অভিষেক থেকে IPL-এ আনসোল্ড, সেই Yusuf Pathan ব্যাট-প্যাড তুলে রাখলেন
বিশ্বকাপ ফাইনালে তাঁর Debut হয়েছিল। ২০০৭ টি-২০ বিশ্বকাপ। ক্রিকেটভক্তদের মনে আছে নিশ্চয়ই! সেবার বিশ্বকাপ জিতল Team India. অর্থাত্, অভিষেক ম্যাচে নেমেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। এবার তিনিই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন।
সবরকমের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইউসুফ। ভাই ইরফান আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তিনি এখন পুরোদস্তুর ক্রিকেট ধারাভাষ্যকার। এবার কি তবে ভাইয়ের মতো তিনিও কি অন্য কোনও পথে ক্রিকেটের সঙ্গে জুড়ে থাকবেন! সেই উত্তর সময় দেবে।
ভারতীয় ক্রিকেটার হিসাবে IPL-এ দ্রুততম সেঞ্চুরির মালিক তিনি। KKR(2012, 2014) ও RR-এর হয়ে মোট তিনটি আইপিএল খেতাব জিতেছেন ইউসুফ। ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি।
২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে IPL-এ ৩৭ বলে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
৫৭টি ওয়ান ডে, ২২টি টি-২০ ও ১৭৪টি IPL ম্যাচ খেলেছেন ইউসুফ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের কেরিয়ার তাঁর। তবে গত কয়েক বছর ধরেই আইপিএলে তাঁকে দলে নিতে কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাচ্ছিল না।